
ডুমুরিয়া প্রতিনিধি
মায়ের সাথে ইফতার করার জন্য ডুমুরিয়া বাজার থেকে ইফতার নিয়ে নিজ বাড়ি মেছাঘোনা গ্রামে ফেরার পথে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন দলিল লেখক এনায়েত উল্লাহ মোল্লা( ৪২)। তিনি উপজেলার মেছাঘোনা গ্রামের মৃত শরিয়তুল্লা মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে ডুমুরিয়া বাজার থেকে ইফতারি কিনে নিজ মোটর সাইকেল চড়ে তিনি বাড়ী রওয়ানা দেন।
মোটরসাইকেলটি ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এমসয় তিনি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এলাতাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এসময় কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
উপজেলার খর্ণিয়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, পরিবারের পক্ষ থেকে কোন মামলা করতে ইচ্ছুক না থাতায় আইনি প্রক্রিয়া শেষে তাকে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করার প্রক্রিয়া অব্যহত রয়েছে ।