সর্বশেষ:

lotteryr maddhome tender prokriya somponno

পাইকগাছায় লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন

lotteryr maddhome tender prokriya somponno
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় “গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ” নির্মাণ শীর্ষক প্রকল্পের টেন্ডার লটারির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, ঠিকাদার সৈয়দ মিনার হোসেন, শফিয়ার রহমান, সাইফুল ইসলাম, ইউসুফ সরদার, ইয়াসিন আরাফাত, নাঈম হোসেন, মামুন আব্দুল্লাহ, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম ও সাদ্দাম হোসেন। টেন্ডারের ১ নং প্যাকেজ গড়ইখালী ইউপির বগুলার চক বাজার হতে নাছিমা মেম্বারের বাড়ি অভিমূখে ১০০ মিটার এইচবিবি করণ রাস্তা। যার প্রাক্কলিত ব্যয় ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে দরপত্র দাখিল হয় ২৮৭ টি।

যার মধ্যে বাতিল হয় ১১ টি। লটারির মাধ্যমে প্রথম হয় খুলনার মেসার্স উর্মী ট্রেডার্স। ২ নং প্যাকেজ গড়ইখালী ইউপির নাছিমা মেম্বারের বাড়ি হতে মতি বিশ্বাসের বাড়ি অভিমুখে এইচবিবি ৫০০ মিটার রাস্তা। যার প্রাক্কলিত ব্যয় ৪২ লক্ষ ৩৪ হাজার টাকা। এ প্যাকেজে দরপত্র দাখিল হয় ২৫৭ টি। বাতিল হয় ১১ টি। লটারির মাধ্যমে প্রথম হয় খুলনার আয়ান এন্টারপ্রাইজ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana