সর্বশেষ:

lijgherer mach luter ovijoge adalote mamla

লীজঘেরের মাছ লুটের অভিযোগে আদালতে মামলা

lijgherer mach luter ovijoge adalote mamla
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

সংবাদকর্মী আল আমিন গোলদারের বিরুদ্ধে লীজঘেরের মাছ লুটের অভিযোগে আদালতে মামলা : অতঃপর মামলা তুলে নেওয়ার হুমকিতে বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী আশরাফ আলী গোলদার। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী এলাকায় একটি মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগে আদালতে মামলা হয় আলামিন গোলদারের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী আশরাফ আলী গোলদার বলেন, সংবাদকর্মী ও জামাত নেতা পরিচয় দানকারী আলামিন গোলদার এর নেতৃত্বে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী আমার মৎস্যঘের দখল করে দুই তিন লক্ষাদিক টাকার মাছ লুট করে নেয়। সে খুলনা শ্রমিক কল্যান ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা যায়। ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার ভুক্তভোগী আশরাফ আলী গোলদার পুনরায় আলামিন গোলদার সহ ৩ জনকে বিবাদী করে সাধারণ ডায়েরি করেন বটিয়াঘাটায় থানায়। যার নাম্বার ১১৩৫। আশরাফ আলী গোলদার সঠিক ন্যায় বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana