আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪০০ এর বেশি মানুষ।
দক্ষিণ লেবাননের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হেজবুল্লাহ নিয়ন্ত্রিত ভবনগুলো থেকে দূরে থাকার জন্য তাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হচ্ছে। লেবাননের টেলিকম সংস্থা ওগেরোর তথ্য অনুযায়ী, ইসরায়েল ৮০ হাজারের বেশি ফোনে এ ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে।
সোমবার সকালে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষিণ লেবাননের সব হাসপাতালকে জরুরি নয় এমন অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ দেয়। চিকিৎসকদের আহত ব্যক্তিদের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, যারা যে কোনো সময় জরুরি বিভাগে আসতে পারে।
দক্ষিণ লেবাননের টায়ার শহরের আকাশজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পূর্বাঞ্চলের মারজায়ুন শহর থেকেও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
হেজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।
রোববারও হেজবুল্লাহ একাধিক রকেট হামলা চালায়, যেগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চলে আঘাত হানে।
হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমশ তীব্রতর হচ্ছে।
সূত্র: বিবিসি নিউজ বাংলা