সর্বশেষ:

পাইকগাছার কাঠিপাড়া বাজারে রফিকুল ইসলামের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার কাঠিপাড়া বাজারে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক। তিনি শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাড়ূলী ইউনিয়নের কাঠিপাড়া বাজার সহ বিভিন্ন তগুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং পথসভায় তার বক্তব্যে বলেন,ডিজিটাল পদ্ধতিতে ভোট চাই না,একটি দল ধর্মের নামে ব্যবসা করার চেষ্টা করছে, আমরা শহিদ জিয়ার আদর্শের দল করি,আমরা এটা হতে দিব না।

এছাড়া সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম এলাকার তরুণদের সাথে মতবিনিময় করে তাদের কাছে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেন। এসময় তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীতে বাংলাদেশে গুণগত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। স্কুল কলেজে ঝরে পড়ার হার কমে আসবে এবং যুব সমাজের ব্যাপক আত্ম কর্মসংস্থান সৃষ্টি হবে।

বেকারত্ব দূরীকরণ ও তারুণ্যের বাংলাদেশ বিনির্মানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট ধানের শীষে দিতে তরুণদের প্রতি আহবান জানান খুলনা -৬ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম।দলীয় নেতাকর্মীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সরোয়ার মাহবুব, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, শেখ হাবিবুর রহমান, শাহাবুদ্দিন সরদার, জিএম ফারুক হোসেন, আক্তার হোসেন, জামান, জাফর সরদার, আবু মুসা, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, শেখ ইদ্রিস, রবিউল ইসলাম, মিনারুল ইসলাম, আব্দুল হাদি, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, নকিম জোয়ার্দার, তরিকুল ইসলাম,লিটন আহম্মেদ,মফিজুল ইসলাম,শফিকুল ইসলাম ও হারুনর রশিদ।এদিকে রাড়ূলীর শ্রীকন্ঠপুর জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে বিকাল ৩টায় কপিলমুনী ইউনিয়নের কাজীমুছা প্রাইমারী স্কুল মাঠে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana