
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছা মৎস্য আড়ৎদারি ব্যবসায়ী মোখলেছুর রহমানের করা সাংবাদিক সম্মেলন মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে এবার তার বিরুদ্ধে পাল্লা সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা। তিনি বুধবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত সংবাদ সম্মেলনে মেছের আলী সানা বলেন আমি ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ২০১৯ সাল থেকে অদ্যাবধি সুনামের সহিত উপজেলা কৃষক দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছি।
আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি কার্যালয়ে গত ২৪ মার্চ মুর্শিদ মৎস্য আড়তের মালিক মোখলেছুর রহমান আমাকে জড়িয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। যেখানে আমার বিরুদ্ধে ৫০ হাজার টাকা দাবি সহ হুমকি ধামকির অভিযোগ করেছেন। এছাড়া দলীয় সিনিয়র একাধিক নেতা কে জড়িয়ে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া। এ ঘটনায় আমি ব্যবসায়ী মোখলেছুর রহমানকে ২৫ মার্চ সিনিয়র আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করেছি। প্রকৃত ঘটনা হচ্ছে গত ২১ মার্চ মাছ কেনাবেচা কে কেন্দ্র করে মোখলেস, পুত্র মুর্শিদ ও ভাগ্নে স্বাধীন জৈনক মাছ বিক্রেতা মিজানুর রহমান কে মারপিট ও লাঞ্ছিত করে তার কাছ থেকে টাকা পয়সা জোর পূর্বক কেড়ে নেয়। ওই দিন আমি এলাকায় ছিলাম না। বিষয়টি জানাজানি হলে মিমাংসা করার জন্য মোখলেস ঘটনা সম্পর্কে প্রথমে ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন এবং আমাকে অবহিত করে মিমাংসা করার জন্য অনুরোধ করে। বিষয়টি নিয়ে ২৩ মার্চ শালিসি বৈঠকে বসলে মোখলেস ও তার ছেলে বিএনপির নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মিলনকে মারতে উদ্যত হয়। এ নিয়ে আমি, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সদস্য সচিব নিষ্পত্তির লক্ষে পুনরায় আলাপ আলোচনা করলে ভুক্তভোগী মিজানুর রহমান বিএনপির দলীয় কার্যালয়ে বসে মিমাংসা করার জন্য অনুরোধ করে। তার অনুরোধে সকলে সম্মতি দিলে শালিসি বৈঠক ভেঙ্গে সবাই চলে যায়। পরবর্তীতে মোখলেছুর রহমান আমাকে এবং আমার দলীয় নেতাদের জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা আড়াল করে আমাদের রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করে।
এদিকে কৃষক দলের সভাপতি মেছের আলী সানা সংবাদ সম্মেলনের মাধ্যমে মোখলেসুর রহমানের করা মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, এডভোকেট সাইফুদ্দিন সুমন, আব্দুল মজিদ গোলদার, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও যুবদল নেতা আবু হুরায়রা বাদশা সহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।















