সর্বশেষ:

krishok-doler-ahobayoker-ligal-notice-prodan

কৃষক দলের আহবায়কের লিগ্যাল নোটিশ প্রদান

krishok-doler-ahobayoker-ligal-notice-prodan
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলা কৃষক দলের আহবায়ক কে রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার অভিযোগে এবার মৎস্য ব্যবসায়ী মোখলেছুর রহমান কে লিগ্যাল নোটিশ দিয়েছেন কৃষক দলের আহবায়ক মেছের আলী সানা।

তিনি মঙ্গলবার সিনিয়র আইনজীবী আলহাজ্ব জিএ সবুর এর মাধ্যমে এ লিগ্যাল নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয় গত ২৪ মার্চ মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির কার্যালয়ে মুর্শিদ মৎস্য আড়তের মালিক মোখলেছুর রহমান একটি সাংবাদিক সম্মেলন করেন। যেখানে উপজেলা কৃষক দলের আহবায়ক মেছের আলী সানা কে জড়িয়ে অর্থ দাবি সহ হুমকি ধামকির অভিযোগ আনা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ২১ মার্চ অত্র প্রতিষ্ঠানে মেছের আলী সানা উপস্থিত ছিলেন না এবং কোন ধরনের অর্থ দাবি করে নাই। সাংবাদিক সম্মেলনে এ ধরনের অভিযোগ করায় কৃষক দলের আহবায়ক মেছের আলী সানার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন হওয়ায় লিগ্যাল নোটিশের জবাবে মেছের আলী সানার নিকট নিঃস্বত্ব ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। তা না হলে ব্যবসায়ী মোখলেছুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana