কয়রা(খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রায় ভিডব্লিউবি (দুস্থ নারীদের সহায়তা কর্মসূচীর) সেবা মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯জানুয়ারী) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে ডরপ্ ইভলভ প্রকল্পের বাস্তবায়নে ও কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটির সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
শাহিদুল ইসলাম কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফার রহমানের সভাপতিত্বে ও ইভলব প্রকল্পের ফিল্ড ফ্যাসালিটি হারুনার রশিদের সঞ্চলনা মত বিনিময় সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এতে সভায় আরও বক্তৃতা রাখেন ইউপি সদস্য, আবু হোরায়রা খোকন, হরেনন্দ্রনাথ সরকার, শেখ আবুল কালা আজাদ,মোস্তফা শফিকুল ইসলাম, নাজমুস ছায়াদাৎ, মিজানুর রহমান কোহিনুর, মূর্শিদা খাতুন, সেলিনা খাতুন, শাহানারা জামাল, উপজেলা সিএসও কমিটির সদস্য ফরহাদ হোসেন, কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটির সভাপতি সাবানা খাতুন, সাধারণ সম্পাদক মোল্যা মনিরুজ্জামান, সিএসও সদস্য, মূর্শিদা খাতুন, আছিয়া খাতুন, মাহমুদা খাতুন উপকারভোগী রাবেয়া খাতুন, করিমর, রেজিনা খাতুন প্রমুখ।