শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি
গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় প্রচ- তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র দাবদাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা।বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট গভীর নলকূপ কিংবা পুকুরে মিলছেনা সুপেয় খাবার পানি।
প্রখর রৌদ্র আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। এমন সংকটময় মুহূর্তে বৃষ্টির আশায় খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ হাইস্কুলের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতেশকার) আদায় করেছেন কয়রাবাসী।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯ টায় কয়রা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে মসজিদে আবু বকর সংলগন্ন মদিনাবাদ হাইস্কুলের মাঠে খোলা আকাশের নিচে সালাতুল ইসতেশকার নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে কয়রা উপজেলার বিভিন্ন গ্রামের সর্বস্তরের মুসল্লীগন অংশগ্রহণ করেন।
উপজেলা ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক হাফেজ মাওঃ মনিরুজ্জামানের পরিচালনায় নামাজের পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন মাওলনা আয়ুব আলী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা অলিউল্যাহ, মাওলানা মাসুদুর রহমান প্রমুখ। এতে ইমামতি করেন মাওঃ হাবিবুল্লাহ বাহার। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ নেয়ামাতুল্লাহ।