সর্বশেষ:

কয়রার মহেশ্বরীপুরে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে মনিরুল হাসান বাপ্পী স্বনির্ভরণ বাংলাদেশ গড়তে বিএনপির সরকার গঠনে কাজ করুন

Facebook
Twitter
LinkedIn

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো কারও সঙ্গে আপোষ করেননি। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

১৭ জানুয়ারী (শনিবার) বিকেল ৪টায় মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আব্দুর রশিদের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক জিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সমগ্র জাতির জন্য একটি নেতৃত্বের প্রতীক ছিলেন। দেশের শান্তি, অগ্রগতি এবং রাজনৈতিক সংহতির জন্য তিনি সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার অপূরনীয় পরিকল্পনা বাস্তবায়নে সকল কে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। আসন্ন সংসদ নির্বাচন প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। কিন্তু স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেকে নেই, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র সরকার গঠনের জন্য নিজ নিজ অবস্থান থেকে জনসাধারণের কাছে ভোট চেয়ে স্বনির্ভরণ বাংলাদেশ গঠন ভুমিকা রাখবেন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, পাইকগাছা উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এনামুল হক, কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলা বক্স, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এ আর খান লিটন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, জিএম হাবিবুর রহমান, জিএম বুলবুল আহমেদ, মমিনুর রহমান সাগর, মেহেদী হাসান, রওশন মোল্লা, ফেরদাউস ঢালী, নাজমুল হুদা, মেহেদী হাসান সবুজ, মোস্তাফিজুর, আয়াতুল্লাহ, মহাসিন, পলাশ, ফরিদ, রোকন, ফজলু, জলিল, মহাসিন মোল্লা, মুন্না, সজীব, শান্ত, ফরহাদ প্রমুখ।

দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় গিলাবাড়ী বনিক সমিতি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সকাল সাড়ে ১১টায় মহেশ্বরীপুর ৫নং ওয়ার্ড শিংয়েরচর মন্দিরে সনাতন ধর্মাবলম্বী দের প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মহেশ্বরীপুর গিলাবাড়ীতে দৈনিক দিনকাল এর সাংবাদিক সোহরাব হোসেনের ছোট বোনের জানাজায় উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করেন। বিকেল ৫টায় ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। রাত ৮টায় সোলাদানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভালোবাসা সিক্ত হোন। রাতে পাইকগাছার দেলুটি গেওবুনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ক্যাপশন: কয়রার মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana