সর্বশেষ:

kormocharir rohossojonok mrittu

সোনালী বিড়ি ফ্যাক্টরি কর্মচারীর রহস্যজনক মৃত্যু

kormocharir rohossojonok mrittu
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধিঃ

রূপসা তিলকে সোনালী বিড়ি ফ্যাক্টরিতে কর্মরত কর্মচারী তিলক গ্রামের নুর ইসলামের পুত্র আবু তালেব (৪৫) নিহত হয়েছে ।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ সোনালী বিড়ি ফ্যাক্টরিতে একটি কাজ করার জন্য সে ফ্যাক্টরির ঘরের উপরে ওঠে। সেখান থেকে আকস্মিকভাবে সে পড়ে গিয়ে মারাত্মক জখমপ্রাপ্ত হয়। কোম্পানির লোকেরা রহস্যজনক কারণে বিষয়টি গোপন রেখে খুলনার একটি ক্লিনিকে তাকে চিকিৎসা করায়।
অবশেষে ২ এপ্রিল বুধবার সকালে তার মৃত্যু হয়। তালেবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বুধবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে ।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, তালেবের আহতের বিষয়টি কোম্পানির লোকেরা গোপন রেখে গোপন স্থানে চিকিৎসা করিয়েছে। অবশেষে মৃত্যুর পর বিষয়টি জানাজানি হয়। তার সুরতাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana