সর্বশেষ:

kormobiroti palon gopal biri factorye sromikder

৪ দফা দাবিতে কর্মবিরতি পালন গোপাল বিড়ি ফ্যাক্টরি শ্রমিকদের

kormobiroti palon gopal biri factorye sromikder
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

খুলনার বটিয়াঘাটা উপজেলার নারায়ণপুরে গোপাল বিডি ফ্যাক্টরি লিমিটেড এর কর্মরত শ্রমিকরা চার দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। রবিবার গোপাল বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের মূল ফটকের সামনে তারা এ কর্মবিরতি পালন করে। শ্রমিকরা দাবি করেন বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তাদের যে মজুরি দেওয়া হয় তা অতি
সামান্য যা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। পাশাপাশি কোন প্রকার নোটিশ ছাড়াই তাদের অনেক কর্মচারীকে কাজ থেকে ফ্যাক্টরি শ্রমিকদের আন্দোলন বাদ দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনে অংশগ্রহণকারী কর্মচারীরা। অন্যদিকে কর্মচারীদের সাথে কর্তৃপক্ষের দুর্ব্যবহার করা অভিযোগও রয়েছে। তাদের কর্ম বিরতিতে
অংশগ্রহণকারী শ্রমিকরা সল্প সময়ের মধ্যে তাদের চার দফা দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অভিযোগ রয়েছে, গোপাল বিড়ির ফ্যাক্টরির মালিক আওয়ামী লীগ নেতা শ্রীমন্ত অধিকারী রাহুল শ্রমিকদের বেতন সঠিকভাবে দেন না। এমনকি তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে চাকরি হারানোর ভয় দেখায়। বর্তমান শ্রীমন্ত অধিকারী রাহুল আত্মগোপনে রয়েছেন। ৫ তারিখের পর থেকে তাকে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয় শ্রীমন্তী অধিকারী রাহুলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana