পাইকগাছা( খুলনা) প্রতিনিধি
পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার জেলেপাড়া সংলগ্ন খননকৃত কপোতাক্ষ নদ থেকে মৃতদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সুরতহাল রিপোট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌ-পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আব্দুস সবুর বলেন, কপোতাক্ষ নদে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। ওই সময় পুলিশকে সংবাদ দিলে আমরা মৃতদেহটি উদ্ধার করি। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে তার পরিচয় জানতে পারি। তার নাম মোজাম গাজী (৭৩), সে পাশ্ববর্তী সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের মৃত্যু ফজর আলী গাজীর ছেলে।
মোজাম গাজীর ছেলে মাসুম গাজী জানান, আমার পিতা মানসিক ও এ্যাজমা রোগে ভুগছিলো। রোববার সকাল ৮ টার দিকে আমার পিতা কপোতাক্ষ নদের পাশে ঘেরে গিয়েছিলেন। পরে জানতে পারি কপোতাক্ষ নদ থেকে নৌ পুলিশ আমার পিতার মৃতদেহ উদ্ধার করেছে।
পরে শুনি পিতার নদী থেকে পাইকগাছা নৌপুলিশ উদ্ধার করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ বলেন, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।