সর্বশেষ:

kopolmoni colleger porichalona porshoder prothom sova onusthito

পাইকগাছার কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্টিত : সাংবাদিক পত্নীকে ফুলেল শুভেচ্ছা

kopolmoni colleger porichalona porshoder prothom sova onusthito
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্হিত ছিলেন কমিটির সদস্য সাবরিনা শারমীন আজমী (স্বর্না), শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক আব্দুস সামাদ ও কলেজের অধ্যক্ষ এবং কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ বাহার। এদিকে সভা শেষে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজের সহ-ধর্মীনি সাবরিনা শরমীন আজমী (স্বর্না) কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে পাইকগাছার কর্মরত সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্হিত ছিলেন সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এম মোসলেম উদ্দীন আহমেদ, এন ইসলাম সাগর, এস এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ ও আশরাফুল ইসলাম সবুজ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana