বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় তীব্র শীতে বিপর্যস্ত অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়ন'র হিন্দুর হাট, বাংলা বাজার ও বলি পাড়ার শতাধিক শীতার্ত মানুষের মাঝে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে উঠেছে, তখন উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছে। কম্বল পেয়ে অনেক অসহায় মানুষ ইউএনও ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরবর্তীতে তিনি ( ইউএনও) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে সকলকে উৎসাহিত করেন এবং শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে ভোটারদের সচেতন করেন।