সর্বশেষ:

khulnay royel haspataler shuvo udhvodon

খুলনায় রয়েল হাসপাতালের শুভ উদ্বোধন

khulnay royel haspataler shuvo udhvodon
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

শুক্রবার সকালে খুলনা ডালমিল মোড়ে খুলনা রয়েল হাসপাতাল নামে একটি সেবামূলক প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে।

উক্ত হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ পলাশ কুমার দে, ডাঃ নুরুল হক ফকির, বিএনপি নেতা এস এম মুরসিদূর রহমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা জাবির আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা রয়েল হাসপাতালের পরিচালক মিল্টন হালদার, তুফান রায়, ইঞ্জিনিয়ার বাপ্পি রায়, পলাশ কান্তি রায়, মারুফ আহমেদ, পংকজ ভদ্র, শিমুল সহ বিএনপি’র নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠান শেষে হাসপাতালের পরিচালক মিল্টন হালদার বলেন, আমাদের হাসপাতালটি মেডিসিন, হৃদরোগ,সার্জারি, গাইনি, শিশু,নাক কান গলা ও কিডনি বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে সেবা প্রদান করা হবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana