এইচ এম সাগর (হিরামন) :
গল্লামারী ময়ূর নদীর উপর নির্মিতব্য ব্রিজের কাজ বন্ধ রেখে জন ভোগান্তি সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। শুক্রবার বিকেল চারটায় বৃহত্তর আমরা খুলনাবাসী কার্যালয়ে ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ প্রতিবাদ জানায় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, গল্লামারী ব্রিজ খুলনা শহরের প্রবেশদ্বার থেকে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে পরিবহন ও পণ্য বোঝাই ট্রাক চলাচল করে। বিভিন্ন রোগী নিয়ে এ্যাম্বুলেন্স খুমেকসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে জরুরি যাতায়াত করে। ব্রিজের ওপার বাটিয়াঘাটা, কৈয়া বাজার. ডুমুরিয়াসহ নিকটবর্তী অঞ্চলের মানুষের চাকুরি ও ব্যবসায়িক প্রয়োজনে যাদেরকে প্রতিদিন খুলনা আসা যাওয়া করতে হয় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বক্তারা আরো বলেন, দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় ব্রিজ নির্মাণের বিভিন্ন উপকরণ যত্রতত্র ফেলে রেখে যেমন নষ্ট হচ্ছে, তেমনি ছোট ছোট বাচ্চা বৃদ্ধ-বৃদ্ধা অসুস্থ মানুষের চলাচল চরম ভাবে বিঘ্ন ঘটছে। অন্যদিকে দীর্ঘক্ষণ যানযট লেগে থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ৬৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় এ ব্রিজটি নির্মাণ কাজ শুরু করে ২০২৫ সালের মে মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও কাজের ধীর গতিতে সেটি সম্ভব না হলে এক দিকে নির্মাণ ব্যয় বাড়বে অন্য দিকে জনগনের ভোগান্তি বাড়বে।
সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আ. সালাম, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, মোঃ ইকবাল হোসেন তোকা, আঃ মান্নান মুন্নাফ, মোঃ জয়নাল আবেদিন, ডাঃ মাহফুজুর রহমান বাচ্চু, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মাহাবুব, স্বদেশ সরকার, মোঃ তারেক রহমান, লিটন মিত্র, মোঃ ইয়াহিয়া, মোঃ জাভেদ আক্তার, মোঃ মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।