সর্বশেষ:

khulnar dui nobo jatok pelo notun nam thikana

খুলনার দুই নবজাতক পেল নতুন নাম-ঠিকানা

khulnar dui nobo jatok pelo notun nam thikana
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) :

৫৩ জনের আবেদন যাচাই-বাছাই শেষে হস্তান্তর করা হলো খুলনা দুটি নবজাতককে। উদ্ধারকৃত অভিভাবকহীন দুটি নবজাতক পেলো তাদের নতুন নাম ও নতুন পরিবার। তাদের নাম দেওয়া হয়েছে সাফিরা মুমতাহিনা (১৩) ও ফাতিমা জাহরা নূর (১০)।

৫৩টি পরিবারের আবেদন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে কন্যা নবজাতক দুটিকে তাদের নতুন অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তর খুলনার প্রবেশন কর্মকর্তা আবিদা আফরিন।এদিকে, নিঃসন্তান দু’টি নতুন পরিবার নবজাতক দু’টিকে কাছে পেয়ে কোলে তুলে নেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা সকল নিয়ম-নীতি অনুসরণ করে নিজেদের গর্ভজাত সন্তানের মত করেই লালন-পালন করবেন এ অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে গত ২৭ জুলাই খুলনার ফুলতলা উপজেলার একটি সড়কের পাশ থেকে উদ্ধার করা হয় একটি নবজাতককে। জন্মের পরপরই কে বা কারা তাকে ফেলে যায় সেখানে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের হাত ঘুরে পরে তার স্থান হয় খুলনা মেডিকেলে। অপর নবজাতকটি গত ২৯ জুলাই পাইকগাছা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী জন্ম দেন। কিন্তু নবজাতকের বাবার পরিচয় মেলেনি।এদিকে, গণমাধ্যম ও ফেসবুকে ফুটফুটে নবজাতক দুটির ছবি ছড়িয়ে পড়লে নবজাতক দুটিকে দত্তক নিতে আগ্রহী নিঃসন্তান ও কন্যা বিহীন দম্পতিরা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেন। মোট ৫৩টি আবেদন জমা পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ৩ আগস্ট পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হয়। এরপর খুলনা জেলা শিশুকল্যাণ বোর্ড আবেদনকারীদের তথ্য যাচাই বাছাই শেষে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারের মাধ্যমে সকল নিয়ম-নীতি অনুসরণ করে নবজাতক দুটিকে দুটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়।সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা আবিদা আফরিন এ প্রতিবেদককে বলেন, উল্লেখিত দুটি নবজাতককে দত্তক নিতে মোট ৫৩টি পরিবার আবেদন করেন

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana