
খুলনা প্রতিনিধি: খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে এক সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি মফিজুল ইসলাম টুকু।
সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে মহিদুল ইসলাম শাহীনকে আহ্বায়ক ও নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, মনিরা বেগম, বরুণ কান্তি মণ্ডল এবং সদস্য হিসেবে যুবায়ের আলম ও শহিদুল ইসলাম। এছাড়া খুলনার সকল উপজেলা ও থানার ২/৩ জন করে সাংবাদিকদের সমন্বয়ে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার সোর্স গ্রুপের সিইও ও প্রেসক্লাব উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা, ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং প্রেসক্লাব উপদেষ্টা স. ম. হাফিজুল ইসলাম, দৈনিক দিগন্তর সম্পাদক ও প্রেসক্লাব উপদেষ্টা শাহবাজ জামান এবং খুলনা মেডিকেল মোড়ের চিশতি মিন্টু প্লাজার পরিচালক খন্দকার নাসির উদ্দীন।
এছাড়াও সংগঠনের বিভিন্ন উপজেলার সাংবাদিক সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভা শেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।