
জি, এম,আব্দুস ছালাম :
খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে ১১ নম্বর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র ওজনতা। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলাসাড়ে ১১ টার দিকে । প্রায় ৪ ঘন্টা পর ইউ এন ও এর হস্তক্ষেপে তদন্ত কমিটির সদস্য মহিলা বিষয়ক কর্মকর্তাহাসি রাণীরায় বেলা সোয়া৩টার দিকে পরিষদের গিয়ে দরজার তালা খুলে চাবি প্রশাসনিক কর্মকর্তার কাছে বুঁঝে দেন।
পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচীব) রুহিদাস কুন্ডু বলেন, বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে কয়েকজন লোক বৈষম্য ছাত্র জনতার পরিচয় পরিষদে প্রবেশ করেন। এরপর তারা উন্নয়নমূলক কাজের হিসাব সহ অন্যান্য বিষয় চেয়ারম্যানকে জানাতে বলেন।
এরমধ্যে হঠাৎ করে আমাদেরকে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দেন। এ সময় আমরা পরিষদের মাঠে গিয়ে দাঁড়াই। এরপর তারা দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়।
পরে মিছিল সহকারে তারা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দিকে যায়। আওয়ামী ফ্যাসিষ্ঠ সরকারের দোসর হিসেবে আখ্যায়িত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবিরকে পদত্যাগ করানোর দাবি করে একটি লিখিত আবেদন করেন ইউ এন ও বরাবর।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাইরে থাকায় আন্দোলনকারীরা অপেক্ষা করতে থাকেন। বেলা তিনটার দিকে আবেদন কারীদের সাথে বৈঠকে বসেন ইউ এন ও। আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আামিন জানান। উপজেলামৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটির গঠন করা হয়।অন্য২ জন সদস্য হলে সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়।
এরপর তদন্ত কমিটি সদস্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় ইউ এন ও নির্দেশে পরিষদে গিয়ে দরজার তালা খুলে দেন। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার।
চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু বলেন,আমার নিকট থেকে এরা বিভিন্ন সময়ে সুবিধা নিয়েছে। তবে কি কারেন আজ হঠাৎ এঘটনা হলো তা আমার জানা নেই। এমসয় আমি পরিষদে ছিলাম না।