এইচ এম সাগর (হিরামন) : খুলনা :
খুলনা জেলা বিএনপি'র তিন সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে খুলনা জেলা বিএনপির আহবায়ক হিসেবে মনোনয়ন দিয়েছেন মোঃ মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক এ্যাড, মোমরেজুল ইসলাম ও সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্র নেতা আবু হোসেন বাবু ও দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য সাবেক জেলা বিএনপির আহবায়ক ছিলেন, আলহাজ্ব আমীর এজাজ খান ও সদস্য সচিব ছিলেন মনিরুল হাচান বাপ্পি। সদ্য ঘোষিত জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে বটিয়াঘাটা উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।