
এইচ এম সাগর (হিরামন) খুলনা :
খুলনা বিশ্ববিদ্যালয়ে শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে। ২০ অক্টোবর (সোমবার) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় এ পূজা উদযাপন করা হয়। বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাত ৮টায় শ্যামা পূজা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সব ধর্মের অনুসারীদের জন্য সমান মর্যাদা ও স্বাধীনতার জায়গা। এখানকার সবচেয়ে বড় শক্তি হলো সৌহার্দ্য ও সহাবস্থান। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই; যেখানে মানবিকতা, শ্রদ্ধা ও ঐক্যই হবে একমাত্র বন্ধন। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি উৎসব ও প্রতিটি আয়োজনের মধ্যেই আমরা পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতির চর্চা দেখতে পাই। এখানে কেউ যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে, উসকানিমূলক কোনো আচরণে না জড়ায়, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই সম্প্রীতির ঐতিহ্য আগামীতেও অটুট রাখতে হবে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী সোহাগ চন্দ্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার সাহা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শ্যামা পূজা উপলক্ষ্যে আগামীকাল ২১ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে