সর্বশেষ:

khubite shrikrishner suvo jinmastomi palito

খুবিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

khubite shrikrishner suvo jinmastomi palito
Facebook
Twitter
LinkedIn

এইচ এম সাগর (হিরামন) :

খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। ১৬ আগস্ট (শনিবার) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে হাদী চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপাচার্য বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বিভিন্ন ধর্মের মহান ব্যক্তিত্ব আবির্ভূত হয়েছেন, যারা মানবকল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে গেছেন। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি এই সম্প্রীতির ওপর ভিত্তি করে খুলনা বিশ^বিদ্যালয় তথা বাংলাদেশ এগিয়ে যাবে- এই আশাবাদ ব্যক্ত করেন। মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার সাহা। এ সকল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana