খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘সিএলও, পিএলও এন্ড কারিকুলাম রিভিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট (মঙ্গলবার) দুপুরে আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে নিয়মিত কারিকুলাম হালনাগাদ করা জরুরি। শিক্ষাজীবন শেষে যদি শিক্ষার্থীরা কর্মসংস্থান না পায়, তবে সেই সাবজেক্টের কোনো চাহিদা থাকবে না। তাই যুগোপযোগী পাঠক্রম প্রণয়ন ও ডিসিপ্লিনের বিদ্যমান ল্যাবগুলো যথাযথভাবে ব্যবহার করতে হবে। রিসোর্স পারসন হিসেবে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহামন। কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসনবৃন্দ “সিএলও অ্যান্ড পিএলও ফরমেশন: নেসেসিটিজ অব খুলনা ইউনিভার্সিটি”, “ম্যাপিং: ইন্টিগ্রেটিং ইফেক্টিভ সিএলও অ্যান্ড পিএলও”, “সিএলও অ্যান্ড পিএলও রিভিশন এক্সারসাইজ” বিষয়ে আলোচনা করেন। কর্মশালায় ক্লাস্টার-৩ ডিসিপ্লিনের পিএসিএসি সদস্যরা অংশগ্রহণ করেন। এতে শিক্ষকমণ্ডলী কারিকুলাম সংশোধন প্রক্রিয়া, সিএলও ও পিএলও বাস্তবায়ন কৌশল এবং গুণগত শিক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।
এছাড়া গত ২৫ আগস্ট (সোমবার) ক্লাস্টার-২ ডিসিপ্লিনের পিএসিএসি সদস্যদের অংশগ্রহণে ‘সিএলও, পিএলও এন্ড কারিকুলাম রিভিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।