সর্বশেষ:

khubite antodecipline daba o table tennis protijogita

খুবিতে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

khubite antodecipline daba o table tennis protijogita
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে আন্তঃডিসিপ্লিন দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

khubite antodecipline daba o table tennis protijogita

দাবা প্রতিযোগিতায় গণিত ডিসিপ্লিন চ্যাম্পিয়ন ও হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ছাত্রদের টেবিল টেনিস প্রতিযোগিতায় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় ফার্মেসী ডিসিপ্লিন। অন্যদিকে ছাত্রীদের টেবিল টেনিস প্রতিযোগিতায় স্থাপত্য ডিসিপ্লিন চ্যাম্পিয়ন ও এইচআরএম ডিসিপ্লিন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, দাবা শিক্ষার্থীদের কৌশলগত চিন্তা, ধৈর্য ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধি করে। আর টেবিল টেনিস শরীরের ক্ষিপ্রতা, চোখ-হাতের সমন্বয় ও মনোযোগ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতামূলক চেতনা গড়ে তোলে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে জিমনেশিয়ামের কাজ চলমান রয়েছে। আগামীতে এখানে ইনডোর গেমস্ আয়োজন করা হবে। এছাড়া ছাত্রীদের দুটি হলে ব্যায়ামাগার ও খেলার মাঠ নির্মাণের কাজ চলছে, যাতে তারা হলের মধ্যেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ ও শরীরচর্চা করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সঞ্চালনা করেন বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।

khubite antodecipline daba o table tennis protijogita

অনুষ্ঠানে বিজয়ী দলের খেলোয়াড়দের মেডেল ও ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। এ সময় স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা আসাদসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana