পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭০ পরিবারের মাঝে এক বান্ডেল ঢেউটিন ও পাঁচ হাজার টাকার চেক প্রদান করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ঢেউটিন ও পাঁচ হাজার টাকার চেক বিতরণের শুভ উদ্বোধন করেন। দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে রিমেলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৯২ পরিবার এ সুবিধা পাবেন।প্রথমে দেলুটি ইউনিয়ন দিয়ে শুরু করা হয়েছে পর্যায়ক্রমে পৌরসভার সহ অন্যান্য ইউনিয়নে এই সুবিধা পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাজিব বিশ্বাস, দেলুটি ইউপি সদস্য কিংশুক মন্ডল সহ উপকারভোগীরা।