সর্বশেষ:

kathiparay khal unmuktu korar dabite manob bondhondhon

পাইকগাছার কাঠিপাড়ায় খাল উম্মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

kathiparay khal unmuktu korar dabite manob bondhondhon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের শাখা কাঠিপাড়া দক্ষিণ চরের খাল উম্মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী মঙ্গলবার সকালে কাঠিপাড়া বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। আব্দুস সালামের সভাপতিত্বে ও এম সামাদ হোসেন এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা -৬ আসনের ধানের শীষ প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, এড. সাইফুদ্দীন সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা। বক্তব্য রাখেন রাড়ুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আব্দুল মজিদ, ইউপি সদস্য ছহিল উদ্দিন, বিএনপি নেতা পীর আলী গাজী, আনছার মোড়ল, ইব্রাহিম গাজী, শুকুর আলী গাজী, আজিজ মোড়ল, হারুনুর রশিদ, আঃ রহমান এম এ, আজিজুল গাজী, রেজাউল, রুহুল কুদ্দুস, সালাউদ্দিন সাদ্দাম, জামির গোলদার, কুদ্দুস, মোহাম্মদ, আবুল ও খায়রুল ইসলাম। মানববন্ধনে এলাকার শতশত নারী পুরুষ অংশ নিয়ে দ্রুত খাল খননের দাবি জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana