সর্বশেষ:

karjaloyer jomi bujhe pelo bazar bostro bebsayi

কার্যালয়ের জমি বুঝে পেল বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি

karjaloyer jomi bujhe pelo bazar bostro bebsayi
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

কার্যালয়ের জমি বুঝে পেয়েছে পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মাংস ও চাউল মার্কেটের পূর্ব পাশে জামিলুর রহমান রানার দোকানের পাশে ডিসিআর প্রাপ্ত এক শতক জমি পরিমাপ করে লাল পতাকা টানিয়ে দখল বুঝে দেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, গাজী শহিদুল ইসলাম খোকন, আলহাজ্ব রেজাউল করিম, আব্দুল হালিম সহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana