সর্বশেষ:

কালিয়ায় কাঠ পোড়ানো ও লাইসেন্স বিহীন ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
কালিয়া (নড়াইল)

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত টিএমবি ব্রিক্সে ১৩ই জানুয়ারি ’২৬ দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ পোড়ানো এবং ইটভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস অভিযানটি পরিচালনা করেন। অভিযানের সময় ইটভাটার পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যাচাইকালে ভাটাটির বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। কাঠ পোড়ানোর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয় এবং আশপাশের কৃষিজমি, গাছপালা ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আইন অমান্য করে ইট উৎপাদন করায় ভাটাটিকে তাৎক্ষণিকভাবে জরিমানার আওতায় আনা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ইটভাটার মালিকপক্ষকে ভবিষ্যতে সকল আইন ও বিধি মেনে ভাটা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ভাটা বন্ধসহ আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana