
মোঃ মনিরুজ্জামান চৌধুরী
কালিয়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে কালিয়া উপজেলা সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কালিয়া উপজেলার তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কালিয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক সমাজ গঠনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য।”
তিনি সাংবাদিকদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের শক্তিতেই অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।” আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কালিয়া উপজেলায় সাংবাদিকদের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, পেশাগত চ্যালেঞ্জ এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।















