
মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া প্রতিনিধি, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা বাজারে গতরাত (১১ ডিসেম্বর ২০২৫) আনুমানিক রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ও পাশের অফিসঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে আমিনুর সিকদার (চর মধুপুর) পরিচালিত দোকান থেকে এবং মুহূর্তেই আগুন আশপাশের কাঠামোয় ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা পানি ও যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে দোকানঘর, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে মোট ক্ষতির পরিমাণ ১৫ লক্ষ টাকারও বেশি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বি. এম. কাবুল বিশ্বাস সভাপতি পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি, লিয়াকত আলী খান সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পহরডাঙ্গা ইউনিয়ন শাখা , মল্লিক মাহমুদুল ইসলাম চেয়ারম্যান, পহরডাঙ্গা ইউনিয়ন, , শেখ কেরামত আলী সভাপতি পহরডাঙ্গা বনিক সমিতি প্রমুখ। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, বিদ্যুৎয়ের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, বাজারে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এ ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তাই বাজারে অগ্নি নির্বাপণ যন্ত্র, পানির রিজার্ভ এবং রাত্রীকালীন নিরাপত্তা টহল বাড়ানোর দাবি জানানো হয়েছে।















