সর্বশেষ:

jv-it-vatay-ovijan

বটিয়াঘাটায় জেবি ইটভাটায় অভিযান

jv-it-vatay-ovijan
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

রাজস্ব বকেয়া থাকার অপরাধে জেবি ইট ভাটায় অভিযান চালায় খুলনা রাজস্ব অফিস।

সোমবার সকালে খুলনা রাজস্ব অফিস কর্তৃক বটিয়াঘাটা উপজেলার আউশখালী নামক স্থানে জমাদ্দার ইটভাটায় অভিযান চালায় খুলনা রাজস্ব অফিসের কর্মকর্তারা । খুলনা রাজস্ব কর্মকর্তা নাজিম আহমেদ বলেন,বকেয়া রাজস্ব আদায়ের জন্য জমাদ্দার ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে পাঁচ হাজার ইটসহ তিনটা টলি আটক করা হয়েছে। পরে ইট বোঝায় টলি ৩টা বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana