সর্বশেষ:

jub klab sodossoder barshik somonboy sova

পাইকগাছায় যুব ক্লাব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

jub klab sodossoder barshik somonboy sova
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: এস,এম,আলাউদ্দিন সোহাগ

 

খুলনার পাইকগাছায় যুব ক্লাব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ডের মিশন বাম্বিনী ফাউন্ডেশন এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা দলিত এ সভার আয়োজন করে। দলিত এর প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, দলিত এর স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, ক্লাব সভাপতি অপু দাস, নেপাল দাস, বিলিয়ন দাস ও তারক দাশ। সভায় সংস্থার কার্যক্রম ও সফলতা, দলীয় কাজ, বাল্যবিবাহ এবং আগামী বছরের কর্ম পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana