সর্বশেষ:

jouthobahinir ovijane ostrosoho sontrashi chingri polash o tar estri atok

খুলনায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী চিংড়ি পলাশ ও তার স্ত্রী আটক

jouthobahinir ovijane ostrosoho sontrashi chingri polash o tar estri atok
Facebook
Twitter
LinkedIn

খুলনা অফিসঃ

খুলনার আলোচিত সন্ত্রাসী মোঃ পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ী পলাশ‌ ও তার স্ত্রী তিতলী‌কে আটক ক‌রে‌ছে যৌথ বা‌হিনী। শ‌নিবার গভীর রা‌তে তা‌দের আটক করা হয়। এ সম‌য়ে তার কাছ থে‌কে ২‌টি রামদা, ২‌টি চাইনিজ কুড়াল ও বোমা সদৃশ‌্য ৫‌ টি কক‌টেল উদ্ধর করা হয়েছে।

গ্রেপ্তার পলাশ নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ নং গোবরচাকা এলাকার জ‌নৈক সুলতান তালুকদা‌রের ছে‌লে।
পরবর্তীতে, পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ৫টি ককটেল বোমা, ২টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ খুলনার বি‌ভিন্ন থানায় হত্যাসহ ১৫‌টি মামলা র‌য়ে‌ছে। আটক হওয়ার পর তা‌দের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সোনাডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ তদন্ত হাওলাদার সা‌নোয়ার হোসাইন মাসুম ব‌লেন, সন্ত্রাসী গ্রেপ্তা‌রে যৌথবা‌হিনী নগরী‌তে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আস‌ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবা‌দের ভিত্তিতে শ‌নিবার ২৯ রাত ১২ টার দি‌কে সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় যৌথবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধারের জন‌্য অভিযান পরিচালনা করে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana