সর্বশেষ:

jouno-nipironer-daye-gram-daktar-greftar

পাইকগাছায় যৌন নিপিড়ন মামলায় গ্রাম ডাক্তার গ্রেফতার

jouno-nipironer-daye-gram-daktar-greftar
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ৫ বছরের শিশুর যৌন নিপিড়নের অভিযোগে মহানন্দ মহলদার(৫৬) নামে এক গ্রাম ডাক্তারকে পুলিশ গ্রেফতার করেছে। ওই ঘটনায় শনিবার রাতে শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, গ্রাম ডাক্তারের প্রায় সময় শিশুর পিতার বাড়িতে যাতায়াত ছিল। গত ২ জুলাই শিশুর পিতা রাস্তার দিকে গেলে গ্রাম ডাক্তার মহানন্দ মহলদার মোবাইল দেখার প্রলোভন দেখিয়ে শিশুটিকে কাছে টেনে নেয়। পরে তার গায়ে ও গোপন অঙ্গে হাত দেয়ার সময় তার মা দেখতে পায়। এ সময় শিশুর পিতা বাড়ি আসলে শিশুটির মা সব খুলে বলে। তখন তার পিতা থানায় অভিযোগ করে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় থানা পুলিশ তা লিখিত অভিযোগ হিসাবে গ্রহণ করে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতার করা হয় ওই গ্রাম ডাক্তারকে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ঈদ্রিসুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা নম্বর ৮ । আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana