জি,এম আব্দুস ছালাম:
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় কমপ্লেক্স মিলন আয়তনে কিশোরীদের জরায়ু ক্যান্সার রোধে ( এইচপিভি)টিকা দান কর্মসূচি উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজল মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চিকিৎসক রিফাত রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুজ্জামান, খুলনা জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকী, উপজেলা ইপিআই টেকনোলজিস্ট শাহ আলম ঢালী, সাংবাদিক জিএম আব্দুস ছালামও, এস এম জাহাঙ্গীর আলম,শেখ মাহতাব হোসেন প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গন উপস্থিত ছিলেন। আগামী ২৪ অক্টোবর থেকে এ টিকা দান কর্মসূচি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে দেয়া হবে বলে জানানো হয়। কিশোরীদেরকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান। ডুমুরিয়া উপজেলায় ১৪ হাজার ১শ ৪৫ জন কিশোরীকে বিনামূল্যে এটিকা দেয়া হবে। পঞ্চম থেকে নবম শ্রেণীর কিশোরীরা এটিকা নিতে পারবেন।