বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হেলাল উদ্দিন বাদী হয়ে বটিয়াঘাটা উপজেলার লক্ষীখোলা এলাকার নিজাম উদ্দিন শেখ রোকসোনা বেগমকে আসামি করে বটিয়াঘাটা থানা অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী ও অভিযোগ সূত্র প্রকাশ,উপজেলার ভান্ডারকোট মৌজায় ৫১০ নং খতিয়ানে যাহা পরবর্তীতে হাল এস এ ৫৮১ নং খতিয়ানে আর এস ২৯১ নং খতিয়ানে এস এ দাগ ১০৮ দাগের ১৯ শতক জমি ২০০৩ সালে ৩০ ধারা তদন্তের নিয়ম অনুযায়ী লক্ষী খোলা এলাকার মোঃ হেলাল উদ্দিনের পিতা ভোগ দখলে যায় এবং ২০০৬ সালে বায়না মূলে মালিক হয় এবং সেই থেকে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছে।
সম্পত্তি দখল থাকা অবস্থায় বিবাদী নিজাম উদ্দিন শেখ গং উক্ত জমি অবৈধ ভাবে দখল করার চেষ্টা করে। আমরা জমি দখলে বাধা দিলে বিবাদীসহ পাঁচ সাতজন সন্ত্রাসী প্রকৃতি লোকজন ও ভূমিদস্য আমাদের উপর হামলা করে এবং আমাদের জীবননাশের ভয়ভীতি সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় আমরা ওই সময় ১৭ জানুয়ারি ২০০৮ সালে বিবাদীদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি করি যার নং- ৬৬২। ভুক্তভোগী আরো বলেন, উক্ত জমি জমা নিয়ে বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা চলমান। যার নং- ২৩১/২৪। এছাড়া উক্ত সম্পত্তিতে উকিল কমিশনও করা হয়। বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ও উকিল কমিশন থাকা সত্ত্বেও বিবাদীদ্বয় গত ১৭ অক্টোবর ২০২৪ সকালে আমাদের জমিতে এসে জমির পাশে থাকা ঘেরা বেড়া ভাংচুর করে অনুমান ১০ হাজার টাকা ক্ষতি সাধন ও গাছ পালা কেটে অনুমান ১১ হাজার টাকার সম্পদ ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করেন। বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে