সর্বশেষ:

jor kore dhan katar ovijog

কয়রায় মামলাধীন জমিতে জোর করে ধান কাটার অভিযোগ

jor kore dhan katar ovijog
Facebook
Twitter
LinkedIn

কয়রা প্রতিনিধি :

খুলনার কয়রায় জমির ধান জোর করে কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনারটি ঘটেছে উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামে। এর বিচার দাবী করে ঘুগরাকাটি গ্রামের মৃত শাহাজান সানার স্ত্রী কোহিনূর বেগম বাদী হয়ে কয়রার বিজ্ঞ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন মামলা নং সিআর ৭২৬/২৫ নং মামলায় একই গ্রামের মোঃ হোসেন গাজী, সোহাগ গাজী, আজিজুল , রউফ, মিরাজ,

আনারুল গাজী সহ ১২ জনকে আসামী করে মামলা দায়ের করে। গতকাল বিকালে ঘুগরাকাটি মৌজার ধুন্দে খালের ধারে বিতর্কিত জমিতে সরজমিনে গেলে
দেখা যায় হোসেন আলীসহ ৮/৯ জন লোককে ধান কাটতে দেখা যায়। কহিনুর বেগমের স্বামী শাহাজান সানা উক্ত জমি ১৯৯৭ সাল ক্রয়ের পর থেকে সরকারী কর খাজনা পরিশোধ করে নিদিষ্ট সীমানা চৌহদ্দি দিয়ে ধান চাষ করে ভোগদখল করে আসছে। তার স্বামী শাহাজান সানার মৃতুর পর থেকে হোসেন গংরা উক্ত জমি দখলের পায়তারা করে। তারই ধারাবাহিকতায় এবার শাহাজান সানার ওয়ারেশগণ তার স্ত্রী ও ছেলেরা উক্ত জমিতে ধান রোপন করলে তারা সে ধানের চারা নষ্ট করে দেয়। কহিনুর বেগমের রোপনকৃত কাঁচা পাকা ধান হোসেন গংরা জোর পূর্বক কেটে নিয়ে যায় এতে কহিনুর বেগম বাঁধা দিলে তাদের হামলায় তারার আহত হন। এর সুষ্ঠু বিচার দাবী করেন কহিনুর বেগম। এ বিষয়ে সোহাগ বলেন আমি অসুস্থ এ বিষয়ে কথা বলতে পারছি না পরে জানাব।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana