মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ লাখ টাকার বিনিময়ে কোটি টাকা মূল্যের জমি দখল করিয়ে দেওয়ার জন্য একটি দল মাঠে নেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পূর্ব সরালিয়া গ্রামের লাল মিয়া তালুকদারসহ ভূক্তভোগী ৩০টি পরিবারের সদস্যরা এমন অভিযোগ তুলেছেন। ইতোমধ্যে ৫ লাখ টাকা চাওয়ার একটি কথোপকথণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অডিও কথোপকথোনের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম ও পৌর মহিলা দলের সভানেত্রী মুক্তা খানম মাহমুদার ছবি।
গতকাল শনিবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভূক্তভোগীরা বলেন, একটি মহল বিএনপির কয়েকজন নেতাকে ভাড়া করেছেন প্রায় ৩১ বিঘা জমি দখলের জন্য। ওই নেতারা পক্ষটির কাছে ৫ লাখ টাকায় জমি দখল করিয়ে দেওয়ার চুক্তি করেছেন। বিবাদমান জমির মূল্য কোটি টাকার বেশী।
লাল মিয়া জানান, ইতোমধ্যে তাদের প্রতিপক্ষ একই গ্রামের আলী আকাব্বর লোকজন নিয়ে মারপিট করে বিবাদমান জমির কিছু অংশ জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় থানা ও সেনাক্যাম্পে অভিযোগ দায়ের হয়েছে। লাল মিয়া অভিযোগ করে আরও বলেন, প্রতিপক্ষের লোকেরা জমি দখলে নিতে একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতাকে ৫ লাখ টাকার চুক্তিতে ভাড়া করেছেন। যার ফোনালাপ ফেসবুকে ভাইরাল হয়েছে। বিএনপির একটি অংশও ওই ফোনালাপের বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ফেসবুকে লেখালেখি করছেন।
ভাইরাল হওয়া ফোনালাপের বিষয়ে বিএনপি নেতা শিকদার ফরিদুল ইসলাম ও মুক্তা খানম মাহমুদা পৃথক পৃথক প্রেস ব্রিফিংয়ে বলেন, এটা তাদের জমি দখলের বিষয়ে কোন আলাপ নয়। একটি মহল পানি ঘোলা করে সুবিধা নেওয়ার জন্য বিষয়টি নিয়ে রাজনীতি করছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিভক্ত বিএনপির দুই গ্রুপ ও জমির দাবিদার পক্ষ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।