
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে জাগ্রত যুব সংস্থা (জেজেএস) আয়োজনে স্থানীয় সরকার ও শিক্ষা অফিসের সহযোগিতায় দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় শিশুদের কণ্ঠস্বর এবং নেতৃত্ব শক্তিশালীকরণ সমাজে বিরূপ প্রভাব নিয়ে আলোচনা ও নিরসনকে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে জেজেএস এসসিভিএস প্রকল্প’র এ্যাডভোকেসী অফিসার আব্দুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটার থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সমাজসেবা অফিসার নিগার সুলতানা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল, সাংবাদিক এইচ এম সাগর (হিরামন), তরিকুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, রহমান, ইউপি সদস্য রমা রানী মন্ডল, তপতী বিশ্বাস, মিলন বৈরাগী, মোঃ ওবায়দুল্লাহ ও পবিত্র রায়, জেজেএস ক্লাইমেট চেইজ এডুকেটর পূজা দে, জেজেএস কর্মকর্তা অর্চনা রায়, শিশু ফোরামের সুনন্দা অধিকারী, রাহাত মিনহাজ, রাকিব হাসান আপন, তানজিলা আক্তার, সুমাইয়া আকতার, পুষ্পিতা রায় প্রমুখ।















