সর্বশেষ:

jimmay deya dhan kete nilo mamlar badi

কয়রায় আদালতের রায়ে জিম্মায় দেয়া ধান কেটে নিল মামলার বাদী

jimmay deya dhan kete nilo mamlar badi
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের পাটনীখালী গ্রামের মৃত বাকা আলী সরদারের পুত্র মোবারক আলী সরদার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জিম্মায় দেয়া ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মোবারক আলী নিজে বাদী হয়ে কয়রার বিজ্ঞ নির্বাহী আদালতে ১৪৫ ধারায় এমআর২২৬/২৫ নং মামলা দায়ের করে। মামলার বাদী মোবারক আলী জায়গীরমহল গ্রামের নুরুজ্জামান গাজী, ইলিয়াজ সানা, পাটনীখালী গ্রামের খলিল গোলদার ও পলাশ গোলদারকে ২য় পক্ষ করে মামলা দায়ের করেন।

সরজমিনে পাটনিখালী গ্রামের নালিশী জমিতে গেলে স্থানীয় গ্রাম পুলিশ ও কৃষকরা জানায় নুরুজ্জামানের রোপনকৃত ধান ১৪৫ ধারায় মোবারক নিজের রোপন কৃত দাবী করে বিচারের জন্য উক্ত ধান একজন রিসিভার বা জিম্মায় দেওয়ার দাবী করে মামলা দায়ের করে। বিজ্ঞ মহামান্য আদালত কয়রা থানাকে উক্ত ধান জিম্মায় দেন। আদালতের এই আদেশ পাওয়ার পর মোবারক উক্ত জমির ধান গতকাল সকালে থানার অগোচরে লোক দিয়ে নালিশি জমির মধ্যে হতে ৩/৪ কাটার মত ধান কেটে নিয়ে চলে যায়।

মোঃ নুরুজ্জামান গংরা জানায় মোবারক সরদাররা আমাদেরকে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তারা মামলার বাদী হয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের রোপনকৃত ধান কেটে নিল এর সঠিক বিচার দাবী করছি। এ বিষয়ে মোবারক সরদার উক্ত নালিশী জমিতে ধান কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana