সর্বশেষ:

ভদ্রা নদীতে জেলের জালে ধরা পড়ল সাড়ে ৬ কেজির বিরল পাঙ্গাশ

Facebook
Twitter
LinkedIn

হিরামন মন্ডল সাগর :

খুলনার বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলার সীমান্তে অবস্থিত বারোআড়িয়া ভদ্রা নদীতে প্রকাশ মন্ডল নামের এক জেলের ইলিশ ধরা জালে ধরা পড়েছে বিশাল এক পাঙ্গাশ মাছ। গতকাল শুক্রবার দুপুরে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ে সাড়ে ৬ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি। প্রকাশ মণ্ডল জানান, প্রতিদিনের মতো নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। হঠাৎ দেখি জালে ভারী কিছু লেগেছে। পরে টেনে তোলার পর দেখি একটা বিশাল পাঙ্গাশ মাছ। এখন আর এমন বড় মাছ নদীতে দেখা যায় না।

পরে মাছটি তিনি বারোআড়িয়া বাজারে গিয়ে গেলে স্থানীয় ক্রেতা ও উৎসুক জনতার ভিড় জমে যায়। নিলাম ডাকে মাছটির দাম ওঠে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত।
সংবাদ পেয়ে শত শত মানুষ বাজারে মাছটি দেখতে ভিড় করে। স্থানীয়রা জানান, নদীতে এত বড় পাঙ্গাশ মাছ বহু বছর পর ধরা পড়ল।স্থানীয় ব্যবসায় মিঠুন অধিকারী বলেন, এত বড় মাছ এখন আর দেখা যায় না। মাছটি কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু সাধ্য নেই। দাম অনেক বেশি।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana