সর্বশেষ:

যাত্রীবাহী বাস থেকে প্রায় ২ কোটি টাকার “আইস” নামের মাদক উদ্ধার : চালক ও হেল্পার পুলিশ হেফাজতে,গাড়ী জব্দ

Facebook
Twitter
LinkedIn

জি, এম আব্দুস ছালাম,ডুমুরিয়া খুলনা :

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১২ আগষ্ট) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ডুমুরিয়া বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। বাসটি সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিল। বাস নম্বর ঢাকা মেট্রো ব – ১৫-৩১৬৩। এ সময় বাসের ভিতরে বাঙ্কারে একটি সিন্থেটিক ব্যাগের মধ্যে বিস্কিটের কার্টুন থেকে হাত প্যাকেট “আইস “নামের মাদক উদ্ধার করেন । এরমধ্যে দুটি প্যাকেট বড় পাঁচটি ছোট প্যাকেট ছিল। প্যাকেটগুলো উন্নত মান এয়ার টাইট পলিথিন দিয়ে মোড়ানো। গায়ে আইচ শব্দ ইংরেজিতে লেখা ছিল।

তাৎক্ষণিকভাবে মাদকের কোন মালিক না পাওয়ায় বাসচালক সাতক্ষীরা জেলার দেভাটা থানার হাদিপুর গ্রামের মৃত রমজান শেখের ছেলে বিল্লাল হোসেন শেখ (৪০) হেলপার একই জেনা জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের মৃত কালিপদ অধিকারীর ছেলে সুকুমার অধিকারী ও(৩৫)জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। এছাড়া বাসটিকে পুলিশে বা যাতে নেন।ডুমুরিয়া থানার অফিসার ইন চার্জ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন । সূত্র জানান মাদকদ্রব্য কোন পথে কোথায় যাচ্ছিল তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে ভারত থেকে খুলনা হয়ে ঢাকায় নেয়া হচ্ছিল। এর বর্তমান মূল্য প্রায় ২ কোটি টাকা।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana