
এইচ এম সাগর (হিরামন) :
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সিনিয়র সাংবাদিক প্রতাপ ঘোষ এর ছেলে সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ২য় বর্ষের মেধাবী ছাত্র অরিত্র ঘোষ জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়ন শীপে লড়তে শনিবার ঢাকার উদ্দেশ্যে খুলনা ছাড়ছে। প্রতিযোগিতা আগামী রবিবার থেকে শুরু হবে। দেশের আট বিভাগীয় চ্যাম্পিয়নশীপদের সাথে সে লড়বে।
অরিত্র ২০১৭ সালে দাবাতে জাতীয় পুরষ্কার প্রাপ্ত হয় এবং একাধিকবার জাতীয় যুগ্ম রানার্স আপ অর্জন করে। অরিত্র এস এস সিতে কৃতিত্ব অর্জন করায় যশোর শিক্ষা বোর্ড মেধা বৃত্তি লাভ করে। দেশের সাবেক প্রধানমন্ত্রীর শিক্ষা মেধা কল্যাণ ট্রাষ্টি থেকে স্কলারশিপ অর্জন করে। তাছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণিতে স্কলারশিপ অর্জন করে সে। অরিত্র জাতীয় চ্যাম্পিয়নশীপ অর্জন করে খুলনা বিভাগের সুনাম বয়ে আনবে বলে আশাবাদী তার পরিবার।