
এইচ এম সাগর (হিরামন) :
তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য গতকাল রবিবার সকাল ১০ বটিয়াঘাটা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার,মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা,জনস্বাস্থ্য প্রকৌশল রুমা আক্তার সুমি,উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল , বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিএনপি নেতা মো: কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, জামাতে ইসলামের পক্ষে তাসিম বিল্লাহ, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক হিরামন মন্ডল সাগর সহ তরুণ প্রজন্মের ভোটার ও গণমাধ্যম কর্মীরা।