
আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)
জাতীয় মৎস্য পদক পেয়েছেন পাইকগাছা উপজেলা চিংড়ী চাষি সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচার এর সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন। জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ উপলক্ষে চিংড়ী উৎপাদন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি সরুপ গোলাম কিবরিয়া রিপন কে এ পদক প্রদান করা হয়।
সোমবার সকালে ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস তাকে এ সম্মাননা পদক প্রদান করেন। পদক হিসেবে গোলাম কিবরিয়া রিপন কে একটি স্বর্নের মেডেল, পঞ্চাশ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়। গোলাম কিবরিয়া রিপন খুলনার বয়রা রায়ের মহল এলাকার মৃত নজির উদ্দীন আহমেদ এর ছেলে ও পাইকগাছার বাসিন্দা। তিনি ২০০৭ সালে ১৫০ বিঘা জমি লীজ নিয়ে চিংড়ি চাষ শুরু করেন। চিংড়ি চাষে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকায় তিনি ঘেরের সংখ্যা ও চিংড়ি চাষের পরিধি বাড়াতে শুরু করেন। বর্তমানে তার পাইকগাছা ও কয়রা উপজেলায় ১ হাজার ৮শ বিঘার ৬টি চিংড়ি ঘের রয়েছে। সনাতনী পদ্ধতি পরিহার করে তিনি উন্নত সনাতন পদ্ধতি অনুসরণ করে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক পরামর্শে চিংড়ি চাষ করছেন। এতে উৎপাদন ভালো হওয়ায় চিংড়ী চাষের মাধ্যমে তিনি উপকূলীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এর আগে তিনি সফল চিংড়ী চাষি হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে অসংখ্য পুরস্কার লাভ করেছেন। পদক প্রাপ্তি প্রসঙ্গে গোলাম কিবরিয়া রিপন বলেন, যেকোনো পুরস্কার মানুষ কে তার কর্মক্ষেত্রে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। জাতীয় মৎস্য পদক আমার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি। প্রাপ্তির জন্য তিনি সরকারের প্রধান উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, মৎস্য অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার এবং চিংড়ী চাষি সহ সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।