ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের সম্প্রসারণ ভবনের মিলনায়তনে সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আামিন।সভায় উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, ভালো স্বপ্ন মানুষের জীবন গড়ার জন্য অত্যন্ত প্রয়োজন। এ স্বপ্ন না থাকলে জীবন কোন দিকে যাবে তার নির্ধারণ করা খুবই কঠিন হয়ে পড়ে। সুতরাং প্রত্যেকের জীবন এক একটি নতুন স্বপ্নে নিয়ে গড়ে ওঠে।
“কন্যা শিশুরস্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ “ প্রতিপাদ্যের উপর বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা জাহিদুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ দাস, শিক্ষক তৈবুর রহমান, সাংবাদিক জিএম আব্দুস ছালাম প্রমুখ ।
সভায় উপস্থিত বালিকা বিদ্যালয় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জীবনের স্বপ্নের কথা তুলে ধরে আগামী জীবন গড়ার স্বপ্নের কথা ব্যক্ত করে বক্তব্য দেন।