পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে জাতীয় দক্ষতা মান বেসিক ট্রেড কোর্স’র- ২০২৪ পরীক্ষা গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কনসেপ্ট কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির পাইকগাছার কপিলমুনি কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে কোর্সের সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও ডাটাবেস প্রোগামিং-এ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৩৯ পরীক্ষার্থী অংশ গ্রহন করে।
বিদ্যুৎ বিড়ম্বনায় সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা শুরু হয়। বিদ্যুৎ চলে যাওয়ায় জেনারেটর চালু করে প্রশ্নপত্র বের করায় মূলত বিলম্বে পরীক্ষা শুরু হয়।
কেন্দ্র সচিব এইচ,এম শামীম আহম্মেদ জানান, পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে মোট ১৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭২ জন উপস্থিত ও অনুপস্থিত ছিলেন, ২৫ জন।
এছাড়া কম্পিউটার ডাটাবেজ প্রোগ্রামিং পরীক্ষায় ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৬৭ ও ১০ জন অনুপস্থিত ছিলেন। দু’টি প্রোগ্রামে মোট ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
পরীক্ষায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু-শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান, ইউএনও’র প্রতিনিধি উপজেলা স্যানেটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় মন্ডল।
পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে উপস্থিত ছিলেন এইচ, এম, শামীম আহমেদ, হল সুপার সহকারী অধ্যাপক মোঃ আলিনুর ইসলাম ও সহকারী অধ্যাপক জনাব শফিউল আলম। এছাড়া কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।