সূত্র: যুগান্তর
নিউজ ডেস্ক
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর পাশে দাঁড়াতে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন (OHCHR)। কমিশনগুলো কারিগরি এবং লজিস্টিক সাপোর্ট চাইলে এই সহযোগিতা দিতে সংস্থাটি আগ্রহী।
বুধবার ঢাকার একটি হোটেলে সংস্কার কমিশনগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বৈঠকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং টিআইবি-সহ সংশ্লিষ্ট কমিশনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
বৈঠকের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সাংবাদিকদের জানান, যদি কোনো কমিশনের কারিগরি সহায়তা প্রয়োজন হয়, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন তা দিতে আগ্রহী। এমনকি প্রয়োজন অনুযায়ী লজিস্টিক সহায়তাও দিতে তারা প্রস্তুত।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বৈঠকে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়েছে। ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জাতিগত বৈচিত্র্য নির্বিশেষে সবার জন্য সমান অধিকারের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি আরও জানান, সমাজে বিদ্যমান বহুমুখী ঝুঁকিগুলো কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক দুই দিনের সফরে ঢাকায় আসেন। তিনি গত ২৮ নভেম্বর দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান। সফরের অংশ হিসেবে সংস্কার কমিশনের বিভিন্ন প্রধানদের সঙ্গে বৈঠক ছাড়াও, মানবাধিকার এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এই বৈঠকের মাধ্যমে সংস্কার কমিশনগুলোর জন্য জাতিসংঘের সহযোগিতার দ্বার উন্মুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা আশা করছেন, এই কারিগরি সহায়তা সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার লক্ষ্যে বহুমুখী ঝুঁকি মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপকে আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় নতুন দিগন্তের সূচনা হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।