
মো: আজিজুর রহমান :
খুলনার দাকোপ উপজেলায় পতাকা উত্তোলন, সমবায় শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। গত শনিবার (০১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. আসমত হোসেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সাকিল আহম্মদ দিলু, চালনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম গোলাম কাদের, উপজেলা জামায়াত ইসলামের আমীর জিএম আখতারুজ্জামান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এসএমএ রশীদ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের (দক্ষিণ) সভাপতি ইলিয়াস হুসাইন। উপজেলা সমবায়ী মো. রায়হান শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমবায়ী আব্দুল বারিক শেখ, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক লস্কার শাহাবুর রহমান, পুরঞ্জন গাইনসহ প্রমুখ















